আগরতলায় শহীদ স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার নিন্দা

আপডেট: জুলাই ৭, ২০২১
0

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এক বিবৃতিতে সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কেন্দ্রস্থল পোস্ট অফিস চৌমুহনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত ৪০ ফুট উঁচু শহীদ স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলার সংবাদে গভীর উদ্বেগ ও নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, এই স্মৃতিস্তম্ভটি শহীদদের স্মৃতি রক্ষার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার জনগণের অব্যাহত সমর্থন ও ত্যাগের কথাও স্মরণ করিয়ে দেয়। এই জাতীয় ঐতিহাসিক স্পর্শকাতর স্থাপনা ইতিহাসকেই প্রতিনিধিত্ব করে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের স্থাপনা ভারতের, বিশেষকরে ত্রিপুরার জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিবৃতিতে ত্রিপুরা সরকারের নগর উন্নয়নের সূত্রে এই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলাকে অবিবেচনাপ্রসুত উল্লেখ করে যথাস্থানে তা পূণনির্মাণের আহ্বান জানানো হয়। জোট নেতৃবৃন্দ ২০০০ সালে ত্রিপুরায় আয়োজিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ উৎসবের সময় এই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের কথা উল্লেখ করেন।