আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: অক্টোবর ৯, ২০২১
0
home

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আজ থেকে বারো বছর আগের যে পুলিশ আর আমাদের পুলিশ এক নয়। কারণ বঙ্গবন্ধুর কন্যা এখন নেতৃত্বে। তিনি জনগনের পুলিশ হওয়ার জন্যই এই পুলিশকে তৈরি করেছেন। আজকে জনগণের যা প্রয়োজন পুলিশ তাই করছে। জঙ্গি দমন বলেন, বন দস্যু বলেন, সন্ত্রাস দমন বলেন, সব জায়গায়ই পুলিশ তাদের সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে।’

শনিবার (৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী থানা প্রাঙ্গণে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ শুধু চ্যালেঞ্জ মোকাবেলা করছে না, মানবিক কাজও করছে। কোভিডের সময় পুলিশ নিজের জীবন বিপন্ন করে মানবতার সেবায় দাঁড়িয়েছিল। সে সময় প্রধানমন্ত্রীর ডাকে আমরা কোভিড মোকাবেলা করতে সক্ষম হয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ‘মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। তবেই যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, নেছার আহমদ এমপি, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ।