আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট: মে ২৮, ২০২২
0

প্রয়াত বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী, স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আজ সকালে যুক্তরাজ্যের লন্ডন হতে হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সেখানে মরহুমের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান একুশের অমর সংগীতের রচয়িতা বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক, লেখক প্রয়াত আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। এখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৮ মে) বেলা ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কফিনে ফুল দিয়ে মরদেহ গ্রহণ করেন। এসময় কফিন বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে ঢাকা হয়।

গাফ্‌ফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী খান, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ।