আমাদের বদর দিবসের চেতনায় আবার জেগে ওঠতে হবে – অধ্যক্ষ এসএম সানাউল্লাহ

আপডেট: এপ্রিল ৩০, ২০২১
0

গাজীপুরে জামায়াতের আলোচনাসভা

গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এসএম সানাউল্লাহ বলেছেন, দেড় হাজার বছর আগে মহানবী (সা.) এর নেতৃত্বে ঐতিহাসিক বদর প্রান্তরে সম্মিলিত তাগুতি শক্তির বিরুদ্ধে ইসলামের যে বিজয় সুচিত হয়েছিল তা থেকে প্রেরণা নিয়ে আজ আবার আমাদের জেগে ওঠতে হবে।

সেইদিন সরাসরি আল্লাহর সাহায্য নেমে এসেছিল। আজও যদি আমরা সত্যিকারের ঈমানে বলিয়ান হয়ে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে পারি তাহলে এখনো আমাদের সাহায্য করার ওয়াদা তিনি করেছেন। আল্লাহর সাহায্য পেলেই কেবল আমরা জয়লাভ করতে পারবো। তাই সর্বাবস্থায় তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে।

অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, আজ বাংলাদেশের প্রতিটি প্রান্তরই যেন বদরের প্রান্তর। প্রতিটি দিনই যেন বদর দিবস। তাই আজ বদরের চেতনা নিয়েই আবার জেগে ওঠতে হবে। বাতিল শক্তির সম্মিলিত আক্রমণের মোকাবিলায় আমাদেরকেও সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বদরি সাহাবাদের মতো মজবুত ঈমানের অধিকারী হতে হবে।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। নগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মোঃ খায়রুল হাসানের পরিচালনায় উক্ত আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা অঞ্চল উত্তরের টিম সদস্য জনাব আবুল হাসেম খান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী, সরকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, প্রশিক্ষণ সেক্রেটারি আ স ম ফারুক, সাংস্কৃতিক সেক্রেটারি এ এইচ এম ইরফানুল হক, গাছা থানা আমীর হাফেজ মোতালিব হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া, মডেল থানা আমীর নেয়ামত উল্লাহ শাকের, সেক্রেটারি ফজলুল হক নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান আলোচক জনাব আবুল হাসেম খান বদর যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সেদিন যেই প্রেক্ষাপটে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল আজও আমরা সেই ধরনের প্রেক্ষাপটে মুখোমুখি। ইসলাম ও ইসলামী আন্দোলনকে মিটিয়ে ফেলতে সমগ্র বাতিল শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমাদের সামনেও ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নেই।
আলোচনাসভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলামুল কুদ্দুস।
###
মোঃ রেজাউল বারী বাবুল