আল-আকসা মসজিদের ইমামকে তলব করবে ইসরাইল!!

আপডেট: মে ৮, ২০২৩
0

আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, রোববার তার কার্যালয় থেকে এ খবর জানা গেছে। সোমবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ইমামের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইমাম শেখ একরিমা সোমবার ইসরাইলের গোয়েন্দা সংস্থার সামনে হাজির হবেন। তবে তাকে তলব করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ইমাম শেখ একরিমার আইনজীবী খালেদ জাবারকা বলেন, ফিলিস্তিনের এই ইমাম কোনো আইন লঙ্ঘন করেননি।

৮৪ বছর বয়সী এই ইমামকে অতীতেও ইসরাইলি বাহিনী একাধিকবার আটক করেছিল এবং কয়েক মাসের জন্য অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশে নিষিদ্ধ করেছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি