আল জাজিরার রিপোর্ট: তাসনিম খলিল, জুলকারনাইন, ডেভিড বার্গমানে বিরুদ্ধে মামলা : গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চায়

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১
0

আল জাজিরার প্রতিবেদনে “সমস্ত প্রধানমন্ত্রীর পুরুষ” শিরোনামকে কেন্দ্র করে সুইডিশ-বাংলাদেশী সাংবাদিক তাসনিম খলিল ও হাঙ্গেরি ভিত্তিক উদ্যোক্তা জুলকারনাইন সের খানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেয়ার জন্যও আবেদন করা হয়েছে।

অপর দুই আসামি হলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এবং আল জাজিরা টেলিভিশনের মহাপরিচালক (সম্পাদনা পরিষদ) ডাঃ মোস্তেফা সওগ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মশিউর মালেক আজ সকালে সকাল দশটায় মহানগর হাকিম এমডি আশেক ইমামের আদালতে মামলাটি করেন।

অভিযোগে মালেক এই প্রতিবেদনটি সম্প্রচার করে বলেছিলেন, আল জাজিরা দেশ-বিদেশে বাংলাদেশ সরকার ও রাজ্যের ভাবমূর্তি কলুষিত করেছে, যা রাষ্ট্রদ্রোহের মতো।

অভিযোগকারীরা এই অপরাধে জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেছিলেন।

পরে আদালত অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে অভিযোগগুলি বিবেচনায় নিয়ে যায়। এটি দিনের পর দিন ইস্যুতে একটি আদেশ পাস করবে।