আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ ঃ টেঁটাবিদ্ধসহ আহত-২০

আপডেট: এপ্রিল ১৭, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের হামলায় আহত হয়েছে অন্তত ২০জন। আহতদের মধ্যে কামাল ভূঁইয়া, ইয়াছিন, ফারুক, রকিব, মনজুর হোসেন, রাসেল মজিরুন ও ইসমাইলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে কামাল ভূঁইয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল (কলেজ) ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় আম পাড়ার জের ধরে শনিবার (১৭ মার্চ) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত কামাল ভূঁইয়ার ভাই জুলহাস জানান, খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য লোকমান হোসেনের ইন্ধনে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এতে আমরা প্রতিরোধ গড়ে তোলি। পরে তারা আমাদের লোকজনকে রাস্তায় একাপেয়ে আটক করে মারধর করে। তিনি আরও বলেন, কামালের গাছ থেকে আম পেড়ে নিয়ে যায় লোকমানের লোকজন। এনিয়ে প্রতিবাদ করা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিপক্ষের করা হামলায় টেঁটাবিদ্ধসহ তাদের অন্তত ৭জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়।

এদিকে অভিযোগ অস্বীকার করে ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য লোকমান হোসেন বলেন, গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আমার ভাতীজা ইয়াছিনকে গত শুক্রবার বিকালে রাস্তায় মারধর করে কামাল ও তার লোকজনেরা। এ ঘটনায় প্রতিবাদ করলে শনিবার সকাল ৯টার দিকে কামাল তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ থেকে ১২জন লোক আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।