আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ কনের মামাকে জরিমানা

আপডেট: জুলাই ৮, ২০২১
0
baillo bie

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্য বিয়ে। সেই সাথে কনের মামাকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। বুধবার (৭ জুলাই) রাতে উপজেলার সদর পৌর সভার দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, গোপনে খবর আসে দাসপাড়া গ্রামের আবু তারের মেয়ে উম্মেহানী আক্তার হিমতির (১৬) সাথে একই উপজেলার দিঘলদী গ্রামের মিজানুর রহমানের ছেলে ওমর ফারুকের সাথে (৩০) বিয়ের অনুষ্ঠান চলছে। লকডাউন থাকায় রাত ৯টায় বরযাত্রী আসে মেয়ের বাড়ীতে।

এ সময় ম্যাজিস্ট্রেট হানা দিলে সবাই সটকে পড়ে। পরে বর ও কনেকে আটক করে উপজেলায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে এরা বিবাহ আর পড়াবেনা এই মুচলেকা দিয়ে ও কনের মামা অপরাধ করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এতে স্থানীয়রা বলছে খাওয়া দাওয়া হলেও বিয়ে হয়নি।