ইফতারের পর পরিবারকে নিয়ে নামাজ পড়লেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী

আপডেট: মার্চ ৩০, ২০২৩
0

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন হামজা ইউসুফ। এরপরই এডিনবার্গের ঐতিহাসিক বুট হাউসের প্রথম রাতটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। পরিবারকে সাথে নিয়ে ইমাম হিসেবে নামাজ পড়িয়েছেন হামজা ইউসুফ।

বুধবার টুইটারে ইফতারের পর নামাজ পড়ানোর ছবি শেয়ার করেন পাকিস্তানি বংশোদ্ভূত নেতা হামজা ইউসুফ। ক্যাপশনে লেখেন, ‘আজকের সংসদীয় ভোটের পর বুট হাউসে আমার পরিবার ও আমি। একসাথে ইফতার করার পর বুট হাউসে পরিবারকে নিয়ে নামাজে ইমামতির বিশেষ মুহূর্ত।’

গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে স্কটিশ পার্লামেন্টের ১২৯ আসনের ৭১টি ভোট পান হামজা ইউসুফ। সদ্য পদত্যাগ করা নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন তিনি। এর আগে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) হয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ সালে সংস্কারের পর যুক্তরাজ্যের আধা-স্বায়ত্ত শাসিত স্কটিশ পার্লামেন্টের সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। তার বয়স ৩৭ বছর।

নির্বাচনে জয়ী হওয়া পর এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবার যে কারণে গর্ব করা উচিত তা হলো, আজ আমরা সবার কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছি যে আপনার গায়ের রঙ বা আপনার বিশ্বাস আমরা যাকে দেশ বলে থাকি তা পরিচালনায় কোনো বাধা নয়।’

সবার নেতা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সবার স্কটল্যান্ডের জন্য’ আমরা একটি নাগরিক আন্দোলন শুরু করব। তা স্বাধীনতার জন্য আমাদের পতচলাকে গতিশীল করবে। আমরা হব সেই প্রজন্ম যারা স্কটল্যান্ডের জন্য স্বাধীনতা এনে দেবে।’

সূত্র : দি ন্যাশনাল ও অন্যান্য