ইরান, চীন ও রাশিয়ার ৩৪টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

আপডেট: জুলাই ১০, ২০২১
0

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ শুক্রবার ওই তিন দেশের প্রতিষ্ঠানের ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আরব নিউজের। এর মধ্যে চীনের আছে ১৯টি প্রতিষ্ঠান, ১৪টি উইঘুর সংশ্লিষ্ট।এছাড়া আরও ৫টি চীনা প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, যেগুলো দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নের কাজ করে থাকে।

যুক্তরাষ্ট্র বলেছে, ওই ৩৪ প্রষ্ঠিান ছাড়াও চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট, উইঘুরনীতির সঙ্গে একমত পোষণকারী এবং রাশিয়া ও ইরানের সঙ্গে রফতানি বাণিজ্যে যুক্ত প্রতিষ্ঠানগুলোও একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

মার্কিন বাণিজ্যনীতির প্রতি হুমকি হওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

তাছাড়া ইরানের ৮ এবং রাশিয়ার ৭টি প্রতিষ্ঠানের ওপরও এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।