ইসলামী বক্তা আব্দুর রহীম আল মাদানী গুরুতর অসুস্থ

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২১
0

জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুর রহীম আল মাদানী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত তিন দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর ডাক্তারের পরামর্শ মতো বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এ অবস্থায় সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী এই বক্তা।

রোববার রাত ৯টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘গত তিন দিন ধরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত। দয়াময় আল্লাহ-তায়ালার কাছে রোগ থেকে পানাহ চাচ্ছি এবং প্রিয় ভাইদের নিকট সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা যেন দয়া করে সুস্থতার নেয়ামত দান করেন।’

আব্দুর রহীম আল মাদানী জানান, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে টাইফয়েড ধরা পড়েছে। তবে ডাক্তারের পরামর্শ মতো এখন বাসা থেকে চিকিৎসা নেয়া হচ্ছে।

এছাড়া সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা।