ইসলামী শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

আপডেট: এপ্রিল ৮, ২০২২
0

ইসলাম শান্তির ধর্ম। যুগে যুগে এই শান্তির ছায়া তলে আশ্রয় খুঁজে পেয়েছেন হাজারও মানুষ। এবার এই ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন টিফিনি স্মিথ নামে এই মার্কিন নারী।

তিনি পাকিস্তানের জামিয়া বানুরিয়ায় আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন। এ সময় কালিমায় শাহাদাত পাঠ করানোর মাধমে তাকে ইসলামের মৌলিক আকিদা সম্পর্কে সচেতন করেন জামিয়া বানুরিয়ার প্রিন্সিপাল মাওলানা নুমান নাঈম।

আল আরাবিয়ার খবরে জানানো হয়, ওই নারী যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাগরিক। তিনি জানান, আমি পবিত্র কুরআন অধ্যয়ন করেছি এবং ইসলামের শিক্ষা আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।

ইসলাম গ্রহণর পরে জামিয়া বানুরিয়ার প্রিন্সিপাল তার নতুন নাম নির্ধারণ করে দিয়েছিলেন আয়েশা আমিনা, যার বাংলা অর্থ-নিশ্চিন্ত জীবন। ইসলাম গ্রহণের ফলে তিনি দুনিয়া ও আখেরাতে সুখী হবেন-সেই শুভ কামনা জানিয়ে তার এই নাম রাখা হয়।

ইসলাম গ্রহণের পরে নতুন জীবনের অনুভূতি জানিয়ে আয়েশা আমিনা বলেন, ইসলাম-ই নারীদের সবথেকে বেশি অধিকার নিশ্চিত করেছে। শ্বাশত এ ধর্ম গ্রহণ করে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। সূত্র: আল আরাবিয়া