ইহুদিবাদী ইসরায়েলের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট: মে ১, ২০২১
0

ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দেশটির পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।হাইফার জেলা প্রশাসক শ্লোমো কাটজের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মীরা সন্ধ্যার পরেই ঘটনাস্থলে পরীক্ষা শুরু করেন।

ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এর বরাতে জানা যায়, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত
পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে।

আবার ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার-কর্মীদের ডাকা হয়।