উজিরপুরে সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার পরে এবার ছেলের মৃত্যু

আপডেট: আগস্ট ৭, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার দেলোয়ার হোসেন তালুকদারের পরে বড় ছেলে বিপ্লব তালুকদারের মৃত্যু হয়েছে। ০৭ আগষ্ট শনিবার বেলা ১২ টায় বিপ্লব তালুকদার(৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিপ্লব তালুকদারের স্ত্রী রোজিনা ও তার ভাই সোহাগ তালুকদার সিসিইউতে চিকিৎসাধিন রয়েছেন।

এদিকে বিপ্লবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার (৭০) কে প্রতিপক্ষ নুরুল ইসলাম সিপাহী ও তার লোকজন প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র ও মাছ শিকারের টেডা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় নিহতের ছেলে বিপ্লব তালুকদার, সোহাগ তালুকদার ও জুয়েল তালুকদার এবং বিপ্লবের স্ত্রী রোজিনা বেগমকেও নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়।

তাদেরকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে তরিকুল ইসলাম জুয়েল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের ঘাতকদের ফাঁসির দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালণ করেছেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদান্তাধীন রয়েছে। ইতিমধ্যে এজাহার নামীয় ৪জন আসামীকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ###

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে
ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে বিদ্যুৎ স্পর্শে মোঃ হাফিজ হাওলাদার (৩৫) নামের এক গাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জলিল হাওলাদারের ছেলে। জানা গেছে,৭ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের গাছ ও রিং স্লাব ব্যবসায়ী হাফিজ হাওলাদার গোয়াল ঘরে গরুর জন্য ঘাস নিয়ে যান। পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা গোয়াল ঘরের টিনের চালায় তার মাথার স্পর্শ লাগলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০৭-০৮-২০২১ইং