উত্তরায় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছে র‌্যাব -১

আপডেট: মে ৫, ২০২১
0

করোনা (কোভিড-১৯) মহামারির কারণে অসহায় ও দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে পড়ায় র‌্যাব সামাজিক দায়বদ্ধতা থেকে তারে পাশে এসে দাড়িয়েছে। চলমান করোনা মহামারীতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে।


ক্ষতিগ্রস্ত ুগ্ধ ও পোল্ট্রি খামারীরে পাশে দাঁড়িয়েছে। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে এবং দেশের যেকোন আপদকালীন মুহূর্তে র‌্যাব ফোর্সেস সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে।


৩। পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌্যাব-১ কর্তৃক আজ ৫ মে বুধবাররাজধানীর উত্তরা ৪নং সেক্টর এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়। মহাপরিচালক র‌্যাব ফোর্সেস চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় র‌্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‌্যাব-১ এবং র‌্যাব সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে , র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ

দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক

কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দূর্যোগ মুহূর্তে

র‌্যাব সবসময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাড়িয়েছে।