‘একতরফা’ বৈঠক, সকলের ‘অপমান’ নিয়ে মোদী-বিরোধী মুখ হয়ে সরব হলেন মমতা

আপডেট: মে ২১, ২০২১
0

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ই কি আগামী লোকসভা ভোটে বিজেপি এবং মোদী-বিরোধী প্রধান মুখ? গত কয়েক বছরে যে ভাবে বার বার মোদী সরকারের বিরোধিতায় বাকি বিরোধী দলগুলি মমতার ডাকে সাড়া দিয়েছে তাতে, তাঁর জয়ের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে।
যে জল্পনা আরও একধাপ এগিয়ে গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে মমতা সকলের হয়ে ক্ষোভ উগরে দেওয়ায়।

মমতার অভিযোগ, কোনও মুখ্যমন্ত্রীকেই কিছু বলার সুযোগ না দিয়ে প্রধানমন্ত্রী একতরফা বলে গিয়েছেন। যে সূত্রে মমতার অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানছেন না।
তিনি আরও বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন!’’

যে সূত্রে মমতাকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালে কি আপনি নেত্রী হবেন? বিজেপি বিরোধী মঞ্চ হলে মুখ হবেন? তার জবাবে মমতা বলেন, ‘‘আমি কোভিড নিয়ে লড়তে চাই।
আমার ফার্স্ট প্রায়োরিটি কোভিড নিয়ে লড়াই করা।’’

সেই সঙ্গে মমতা আরও বলেন, ‘‘আমি মনে করি সারা দেশে বিজেপি বিরোধী একটা টিম হওয়া দরকার। যারা বিজেপি-র একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবে। ডিক্টেটরশিপ বনাম ডেমোক্রেসির লড়াই হবে। আমরা ডেমোক্রেসির পক্ষে।’’