এক বেঞ্চ -এক পরীক্ষার্থী : ৪২তম বিসিএসের আসন বিন্যাস

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২১
0

এক বেঞ্চ -এক পরীক্ষার্থী নিয়েই ৪২তম বিসিএসের আসন বিন্যাস করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারী শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বাস্থ্য সুরক্ষায় এভাবেই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের।

৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে (বিশেষ) এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে।

আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।