এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন বাবর আজম

আপডেট: নভেম্বর ১৫, ২০২১
0

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানে এবং উইকেটে সবাইকে টেক্কা দিলেন বাবর আজম এবং অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান অধিনায়ক বাবরের মোট রান ৩০৩। সেমিফাইনালে পাকিস্তান বিদায় নিয়েছে। ছয় ম্যাচে বাবরের গড় ৬০.৬০, স্ট্রাইক রেট ১২৬.২৫।

বাবরের পরে দ্বিতীয় স্থানে চলে এসেছেন ডেভিড ওয়ার্নার। ফাইনালে ৩৮ বলে ৫৩ রানর ইনিংস খেলে ওয়ার্নারের মোট রান সাত ম্যাচে ২৮৯। গড় ৪৮.১৬, স্ট্রাইক রেট ১৪৬.৭০।

এরপর রয়েছেন বাবরের সতীর্থ মহম্মদ রিজওয়ান। তিনি ছ’টি ম্যাচ খেলে ৭০.২৫ গড় এব‌ং ১২৭.৭২ স্ট্রাইক রেটে ২৮১ রান করেছেন। চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। তিনিও মোট ছ’টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৬৯। একটি শতরানও করেছেন। বাটলারের গড় ৮৯.৬৬, স্ট্রাইক রেট ১৫১.১২।

বোলারদের মধ্যে উইকেট নেওয়ার বিচারে সেরা অস্ট্রেলিয়ার জাম্পা ও নিউজিল্যান্ডের বোল্ট। দু’জনেরই সাত ম্যাচে মোট ১৩টি করে উইকেট। জাম্পার বোলিং গড় ১২.০৭, বোল্টের গড় ১৩.০০। এরপর ১১টি করে উইকেট নিয়ে রয়েছেন শাকিব আল হাসান ও জস হ্যাজেলউড। শাকিবের বোলিং গড় ১১.১৮, হ্যাজেলউডের ১৫.৯০।