ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নর্দান ইউনিভাসিটিতে আলোচনা সভা

আপডেট: মার্চ ৭, ২০২১
0

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নর্দান ইউনিভাসির্টি বাংলাদেশ-এর ‘বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র’ এর উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচ্য বিষয় ছিলো ‘৭ই মার্চের ভাষণ ও বাঙালী জাতি সত্তার জাগরণ’। উক্ত সভায় সভাপতিত্ব করেন এনইউবি এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করীম ও এনইউবি এর উপ-উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. নজরুল ইসলাম।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম, (অব.) বিএন, বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে।