কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে জাসদের শোক

আপডেট: নভেম্বর ১৬, ২০২১
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক
শিরীন আখতার এমপি কথাসাহিত্যিক হাসান আজিজুজ হকের মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-গুণগ্রাহী ও সাহিত্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি দলের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলেন, হাসান আজিজুল হক তাঁর ছোটগল্প, উপন্যাস, লেখনিতে প্রান্তিক সাধারণ মানুষের জীবনের কঠিন সংগ্রামকে তুলে এনে বাংলা সাহিত্যে মোড় পরিবর্তন করে নতুন ধারা তৈরি করেছিলেন। তারা বলেন, অনন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক শুধুমাত্র অধ্যাপনা ও সাহিত্যকর্মের মধ্যেই নিজের জীবনকে আটকে না রেখে সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্রসহ সকল ধরণের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে মানুষের সাথে মিলে প্রতিরোধেও মাঠেও সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য চর্চাক্ষেত্রেই অপূরণীয় শূন্যতা তৈরির পাশাপাশি জাতি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের চেতনা ও প্রেরণার শক্তির উৎস হারালো। তারা বলেন, ব্যক্তিগত জীবনে তাদের দুইজনেরই সৌভাগ্য হয়েছিল মহান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সান্নিধ্যে আসার এবং তাঁর কাছ থেকে সমাজ-রাজনীতি-জীবনবোধ সম্পর্কে জানার ও শেখার। তারা বলেন, তাঁর সাহিত্য কর্মের মধ্যেই তাঁর সংগ্রামী চেতনা চিরদিন জাগরূক ও বহমান থাকবে।