করোনাকালীন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র ৩৩ হাজার ৫ শত অসহায় পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করেন

আপডেট: জুলাই ১৭, ২০২১
0

করোনা মহামারী ২০২০ সালে শুরু হওয়ার পর হতে ২০২১ সালের আজ পর্যন্ত
গণস্বাস্থ্য কেন্দ্র সারাদেশে অসহায়, কর্মহীন, রিকসা, ভ্যান চালক, বেকার
শ্রমিক ও শ্রমজীবী মানুষের মাঝে ৩৩ হাজার ৫ শত পরিবারের মাঝে খাদ্য
সহায়তা পৌঁছে দেন।

শনিবার(১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সন্মানিত সাংবাদিকদের
জন্য গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক ঈদ উপহার সামগ্রী বিতরণ করা এসময়
উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা:
মনজুর কাদির, গণস্বাস্থ্যে কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম
মিন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের সহকারী কর্মকর্তা
শাহনাজ পারভীন ও সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের
ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান,
ফটো সাংবাদিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজল হাজরা, প্রমুখ। শুধু গত
এক সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৫ শত পরিবারকে খাদ্য উপহার দেওয়া
হয়।
তারমধ্যে-১৪ জুলাই ঢকা-উত্তর সিটি এলাকা তেজগাও থানা, মহাখালী ৭ তলা
বস্তি, বনানী থানা করাইল বস্তি,বাড্ডা সাতারক’ল, রামপুরা থানা এবং ঢাকা
দক্ষিণ সিটি এলাকা এবং যাত্রবাড়ী থানা মীরাজীবাগ এলাকায় ও দক্ষিন
কেরানীগঞ্জ রিভারভিও চেকপোষ্ট এলাকায় এক হাজার অসহায় পরিবারের মাঝে
করোনাকালীন সময়ে ত্রান ভিতরণ করা হয়।
আজ ১৭ জুলই জাতীয় প্রেস ক্লাবে ও ফটো সাংবাদিক এসেসিয়সনে ২৫০. প্যাক,
শনির আখড়া ও বাসাবো ২৫০,কাফরুল ২০০ বগুড়া সারিয়াকান্দি ২৫০,পঞ্চগড়
২০০,নোয়াখালী ২০০, ধানমন্ডিসহ তিন হাজার পাঁচশত প্যাক ভিতরণ করা হয়।

এসময় উপস্থিত গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মনজুর কাদির বলেন,
গণস্বাস্থ্যের খাদ্য সহয়তা আগামীতে চলবে।দু:খী মানুষের দুর্দশা লাঘবে
গণস্বাস্থ কেন্দ্রের ত্রান তহবিলে বিত্তবানসহ যেকোন মানূষ সাহায্য করতে পারেন। আপনরা নিজে দান করুন, অন্যকে দান করতে দান করতে উৎসাহিত করুন।