করোনার ২য় ধাপ মোকাবেলাঃ গাজীপুরে পুলিশের মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আপডেট: মার্চ ২১, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
‘মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় রবিবার হতে দেশব্যাপী মাঠে নেমেছে পুলিশ।এরই অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রবিবার মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও জন সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির।
এসময় পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর হতে বের হতেই নাকে মুখে মাক্স পড়তে হবে। সাবান দিয়ে ঘনঘন হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকত উল্লাহ খান, উপ-কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান, উপ-কমিশনার (সদর দপ্তর) তানভীর মমতাজ, উপ-কমিশনার (সিটি এসবি) হুমায়ূন কবীর, উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ, উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, উপ-কমিশনার (লজিস্ট্রেক) ফারজানা ইসলাম, বাসন থানার ওসি কামরুল ফারুক উপস্থিত ছিলেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
২১/০৩/২০২১ ইং