কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ৪৫তম বার্ষিকী-তাহের দিবস উপলক্ষ্যে জাসদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

আপডেট: জুলাই ২০, ২০২১
0

মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের কমান্ডার, মহান সমাজতান্ত্রিক বিপ্লবী, ১৯৭৫ সালের সিপাহী-জনতার অভ্যূত্থানের মহানায়ক কর্নেল আবু তাহের বীরউত্তমকে মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে ১৯৭৬ সালের ২১জুলাই ফাসিতে ঝুলিয়ে হত্যার ৪৫তম বার্ষিকী-তাহের দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ২০ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ কর্নেল তাহেরকে স্মরণ ও তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্তকারে এ স্মরণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ম্মরণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, মোঃ মোহসীন, রোকনুজ্জামান রোকন, সদস্য সাইফুজ্জামান বাদশা, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, জাহিদুল আলম, সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমূখ।

শহীদ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান শেষে সমবেত নেতা-কর্মী-সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি শহীদ কর্নেল তাহেরর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে পাকিস্তানপন্থার রাজনীতি যেভাবে জেকে বসেছিল সেই পাকিস্তানপন্থার রাজনীতিই আজ বাংলাদেশের রাজনীতি ও সমাজে বিষবৃক্ষের মত অবস্থান করছে। তিনি বলেন, পাকিস্তানপন্থার রাজনীতি, জঙ্গীবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, লুটপাট এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলার সংগ্রামের পথেই কর্নেল তাহেরের স্বপ্ন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, শহীদ কর্নেল তাহের জাসদসহ বাংলাদেশের সমাজ পরিবর্তনের রাজনীতির লড়াকু নেতা-কর্মীদের বাতিঘর।

এছাড়াও কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান করেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ আলম, প্রচার সম্পাদক মোহম্মদ আলী, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, সদস্য মতিউর রহমান রনি, জাতীয় যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক সৈয়দ নাভেদ হোসেন, জাতীয় নারী জোট নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী,

এড. নীলঞ্জনা রিফাত সুরভী, জাতীয় কৃষক জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা ও জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সেলিম, মতিউর রহমান রনি, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সদস্য হাসান আজিজ জনি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মারুফ বিল্লাহ প্রমূখ।