কাশিমপুর কারাগারে যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট: জানুয়ারি ২০, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৬২)। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর সাত কঁাকরা গ্রামের আকিম উদ্দিনের ছেলে। তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নং- ৫৬৭২/এ। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে মারা যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ সূত্রে জানা গেছে, শেরপুরের শ্রীবর্দী থানার দ্রুত বিচার আইনের (ধারাঃ-৩০২/৩৪ দঃ বি) একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি ছিলেন হাবিবুর রহমান। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। বৃহস্পতিবার পৌনে ২ টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন হাবিবুর রহমান। তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টার দিকে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর সিনিয়ার জেলসুপার সুব্রত কুমার বালা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। 

###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১৯/০১/২০২৩ ইং।