কুড়িগ্রামের গাছের পাতা পরিষ্কারের সময় বিদ্যুৎ স্পৃষ্টে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১
0
file photo

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গাছ থেকে ঘরের চালের উপরে পরে জমা হওয়া শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোকছেদ অালী (৫২) নামের এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত মোকছেদ অালী উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বারোটার দিকে নিহত মোকছেদ অালী তার বসত ঘরের চালের উপর গাছ থেকে পরে জমা হওয়া শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকেন। পাতা পরিষ্কারের এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত চালের উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর অাহত হয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই টিউবওয়েল মিস্ত্রিকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, নিহত মোকছেদ অালী মিস্ত্রি পাড়া এলাকার নতুন বাসিন্দা। তিনি ছিলেন পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি।
#####