কুড়িগ্রামে ৩২ বছরের পুরানা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট: জুন ১, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি :
৩২ বছরের পুরানা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত খোরশেদ আলী মন্ডল (৬৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের চিলমারী থানা পুলিশ। সে কুড়িগ্রামের চিলমারী উপজেলার পুটিমারীর কাজল ডাঙ্গা (মন্ডলপাড়া) গ্রামের মৃত আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
রোববার (৩০ মে) টাঙ্গাইল জেলার মধুপুর হতে ০৭ কিমি দুরে অরনখোলা পুলিশ ফাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩১ মে) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান এর নির্দেশনায় ওই আসামীকে গ্রেফতারের জন‍্য এএসআই জিল্লুর রহমান ও এএসআই সহিদুল ইসলাম চিলমারী হতে টাঙ্গাইল যান।টাঙ্গাইল মধুপুর থানায় পৌছানোর পর তাদের সহযোগিতায় রোববার (৩০ মে) মধুপুর থানা হতে সাত কিলোমিটার দূরে অরন খোলা পুলিশ ফাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামী খোরশেদ আলী মন্ডলকে গ্রেফতার করে।
সোমবার ৩১ মে সকালে আসামীকে টাঙ্গাইলের মধুপুর থানা হতে চিলমারী থানায় নিয়ে আসার পর আদালতে প্রেরন করা হয়।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারাঃ ৪০৬ পেনাল কোড এর বিচার বিচার শেষে গত ২০ অক্টোবর ১৯৮৯ সালে বিজ্ঞ বিচারক (প্রথম শ্রেণী) নুরুল ইসলাম আসামী খোরশেদ আলম মন্ডলকে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত আসামী দীর্ঘদিন হইতে পলাতক ছিল।
উল্লেখ্য ধৃত আসামী খোরশেদ পালিয়ে চিলমারী থানা থেকে গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। অতঃপর তিনি গাজীপুর বাইমাইল এলাকায় একটা রিক্সা গ্যারেজ দিয়া সেখানে বসবাস করেছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তান সহ গা ঢাকা দেয়। পরে তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউপি এলাকায় জলছত্র বাজারে চায়ের দোকান করছিলেন।সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে।
###//
আমিনুর রহমান বাবু