কোস্ট গার্ড কর্তৃক রুপসায় ২,১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও জেলিপাউডারসহ আটক ১১

আপডেট: অক্টোবর ২৭, ২০২১
0

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক রুপসায় ২,১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও জেলিপাউডারসহ আটক ১১ জন।

গোপন সংবাদের ভিত্তিতে, গত ২৬ অক্টোবর ২০২১ তারিখ রাতে বিসিজি স্টেশন রুপসা কর্তৃক রুপসা টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে ২,১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও ১০ কেজি জেলিপাউডার বহনকারী ০২ টি ট্রাক ও ০১ টি পিকআপ জব্দ করা হয়।
বুধবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অবৈধ জেলিযুক্ত চিংড়ি পরিবহনের সাথে জড়িত ড্রাইভার, হেল্পার ও কর্মচারীসহ মোট ১১ জনকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপসা, জেলা মৎস্য কর্মকর্তা খুলনা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ড্রাইভার ও হেল্পারসহ ৬ জনকে ১ মাসের কারাদন্ড এবং কর্মচারী ৫ জনকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি ও জেলিপাউডার রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ট্রাকগুলোকে রুপসা থানায় হস্তান্তর করা হয়।