কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশী চোরাই শাড়িসহ আটক – ৫

আপডেট: নভেম্বর ২৩, ২০২১
0

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশী চোরাই শাড়িসহ আটক – ৫

গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর ২০২১ দুপুর আনুমানিক ১৬১০ ঘটিকায় ভোলা জেলার ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীর তুলাতুলি লঞ্চ ঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৮,০০,০০,০০০/০০ (আট কোটি) টাকা মূল্যের অবৈধ বিদেশী ১৫,৩৬৭ পিস শাড়ি, ১,০২২ পিস থ্রী পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫,৭৯২ পিস শাল, ১,৪০০ পিস ওড়নাসহ ৫ জন চোরাকারবারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আটককৃতরা হলেন, মোঃ নুর ইসলাম (৩৬), মোঃ আসাদুজ্জামান (৩৮), মোঃ রফিকুল ইসলাম (৩০), মোঃ শহীদ শেখ (৪০) ও মোঃ লিটন (৩৬) ।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত চোরাকারবারী এবং জব্দকৃত কাপড়সমূহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলা থানায় হস্তান্তর করা হয়।