খাগড়াছড়িতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সমিনার দক্ষ জনশক্তি এদেশের সম্পদ: প্রতাপ চন্দ্র বিশ্বাস

আপডেট: মার্চ ৪, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সমিনার অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোহেল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সদর ইউএনও মাহফুজা মতিনসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দরা অংশ নেয়।

প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস বলেন, দক্ষ জনশক্তি এদেশের সম্পদ। দক্ষতা অর্জন করে বিদেশে যেতে এখন কোন দালালের খপ্পরে পড়তে হয়না। বর্তমান সরকার বৈদেশী মুদ্রা অর্জনে দক্ষ জনশক্তি প্রেরণে নানা উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি