খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে লোগাং বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

আপডেট: মে ৭, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে করোনা মোকাবেলায় লোগাং জোনের ব্যবস্থাপনায় মানবিক সহায়তা অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছে লোগাং ৩ বিজিবি। শুক্রবার (৭ মে ২০২১) এই সহায়তা দেওয়া হয়।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লোগাং জোন (৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নিরাপত্তা বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।


এরই অংশ হিসেবে বিশেষ সহায়তা ও আর্থিক অনুদানের অংশ হিসেবে ১ টি ভ্যানগাড়ি,১ টি ক্যারামবোর্ড এবং ৫ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে লোগাং জোন (৩ বিজিবি)। দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় নিরাপত্তা বাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সূত্র জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি