খালেদা জিয়ার কারো সাহায্য ছাড়া চলতে কষ্ট : আরো কয়েকদিন থাকতে হবে হাসপাতালে

আপডেট: মে ১, ২০২১
0

কারো সাহায্য ছাড়া হাটাচলা করতে কষ্ট হচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। আরো কয়েকদিন তাকে হাসপাতেলই থাকতে হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পোস্ট কোভিড (কোভিড পরবর্তী জটিলতা) চিকিৎসা চলছে।
একইসঙ্গে খালেদা জিয়ার পুরনো রোগেরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য গণমাধ্যমকে বলেন, ওনার (খালেদা জিয়া) পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।
এই দু’দিন ঠিকমতো ওনার পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি।

ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে।
তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো বলেও জানান ওই চিকিৎসক।
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন।