১০ হেক্টর বনভূমি উজার করে কাটছে পাহাড় ,গড়ছে বসত প্রভাবশালীরা

আপডেট: এপ্রিল ১৩, ২০২১
0

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজার সদরের খুরুস্কুলে বনবিভাগের উপকারভোগীদের ১০ হেক্টর বনজমি স্হানীয় আবু বক্কর,আবু ছৈয়দ ও কামাল উদ্দীনের নেতৃত্বে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ঐ জমিতে উপকার ভোগীদের সৃজিত স্বল্প মেয়াদি বিভিন্ন প্রজাতির বৃক্ষ নির্বিচারে কেটে সাবাড় করে দিচ্ছে। ইতিমধ্যে বনায়ন কেটে পতিত জমিতে প্রায় ২০/২৫ টি ঘর ও স্হাপনা উঠিয়েছে দখলবাজরা।

সুত্রে জানাগেছে,ঐ এলাকার ২৫ জন উপকারভোগীদের মধ্যে বনায়নের জন্য খুরুস্কুলের তেতৈয়ায় ঐ পরিমান বনজমি ২০১৮ সালে বরাদ্দ দেয় কক্সবাজার উত্তর বনবিভাগের পিএমখালী রেঞ্জের খুরুস্কুল বিট।বরাদ্দের পর উপকারভোগীরা এ জমিতে বিভিন্ন শ্রেণীর বনায়ন সৃজন করে। ইতিমধ্যে বনায়নও পরিপক্ব হয়ে উঠে কিন্তু স্হানীয় দখলবাজরা ক্ষমতার প্রভাব খাটিয়ে উপকারভোগীদের ঐ জমি দখলে কয়েকবার মহড়া দেয়।তাদের এমন তৎপরতায় উপকারভোগীদের পক্ষে মিজানুর রহমান সরকারী বনজমি রক্ষায় হাইকোটে রিট পিটিশন ৪১৭০/২০২১ দায়ের করেন।ফলে আদালত ঐ জমির পাহাড় কর্তনে নিষেধাজ্ঞা আরোপ করেন।কিন্তু দখলবাজ চক্র আদালতের আদেশ উপেক্ষা করে প্রতিদিন অর্ধশত শ্রমিক দিয়ে সরকারি বনজমির পাহাড় টিলা কেটে ঘর ও স্হাপনা তৈরির উপযোগী হিসাবে গড়ে তুলছে।দখলবাজ চক্র ভূমিদস্যুতার এ কর্মযজ্ঞে পেশাদার মাস্তান বাহিনীও ব্যবহার করছে।

তাদের ভয়ে উপকারভোগীরা সরকারী জমি দখলের বিরুদ্ধে টুশব্দটিও করতে পারছে না।তাদের এমন বেআইনি কাজের প্রতিবাদ করলে উপকারভোগীদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি ধমক দিচ্ছে দখলবাজরা।এদিকে আদালত উপকারভোগীদের পক্ষে নিষেধাজ্ঞা দিলেও দখলবাজ চক্র তাদের ধ্বংসযঙ্গ কীভাবে অব্যাহত রেখেছে তা নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এ ব্যাপারে খুরুস্কুল বিটকর্মকর্তা জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন,উপকারভোগীদের অভিযোগ ও হাইকোটের রিট সম্পর্কে তারা জানেন।তাদের অভিযোগের ভিত্তিতে কয়েকবার প্লট এলাকায় অভিযানে গেলেও কাউকে পাওয়া যায়নি।তবে এলাকাবাসীর অভিযোগ দখলবাজ চক্র দিনের চাইতে রাতেই পাহাড় কাটার মচ্ছবে মেতে উঠেন।

বিষয়টি সম্পর্কে রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার জানান,স্হানীয় বিটকর্তাকে উপকারভোগীদের বনজমি রক্ষায় নির্দেশ দেয়া আছে।সুত্রে জানাগেছে, সরকারী দলের কয়েকজন পাতি নেতা বনজমি বেদখলে মরিয়া।জনৈক কামাল উদ্দীন এ দখলের নেতৃত্বের অগ্রভাগে রয়েছেন।তিনি উপকারভোগী সহ বনজমি রক্ষাকারী দের হুমকি ধমক ও নানা তদবিরে দখল উৎসবকে পোক্ত করছেন।