গণস্বাস্থ্য কর্তৃক রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রান বিতরণ

আপডেট: অক্টোবর ২২, ২০২১
0

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের
মাঝিপাড়া-বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৬১ টি বাড়ী ও ০২ টি
মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাঠ হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন অনেকেই খোলা
আকাশের নীচে অসহায় অবস্থায় অবস্থান করছেন।

আজ ২২ অক্টোবর শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ
পরিবারের মাঝে এলাকার বটের হাট বাজার প্রাঙ্গনে ১৬৯ টি পরিবারের মাঝে ২৫০
বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বস্তায় ১৫ কেজি চাল, ১০ কেজি
আটা,৫ কেজি আলু,২ কেজি ডাল ও ০১ কেজি সয়াবিন তৈল।
গত ২০ অক্টোবর গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীসহ
২১ সদস্য টিম উক্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ অসহায় লোকজনের
সাথে কথা বলেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতি
পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী ত্রাণ বিতরনের কথা বলেন কিন্তু
অতিবৃষ্টির কারনে সেদিন বিতরণ করা সম্ভব হয় নাই।

উক্ত বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন , গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক
পরিচালক, কাওছার আলী রেজা,ফিজিওথেরাপিষ্ট মো: নাবিল হোসেন, কষি
সম্প্রসারন কর্মকর্তা মো: মহিদুল ইসলাম। এ ছাড়া বিতরণ কালে সহযোগিতা
করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, রাধাগোবিন্দ মন্দিরের সম্পাদকসহ ৫ জন
সেচ্ছাসেবী । উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের
সভাপতি ও সম্পাদক। পীরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল
ইসলামসহ ১০ জন পুলিশ বাহিনীর সদস্য, ১০ জন গ্রাম্য পুলিশ এবং বিজেপীর ১০
জন সদস্যও সহায়তা প্রদান প্রদান। গণস্বাস্থ্য কেেেন্দ্রর পক্ষথেকে বিতরণ
অনুষ্টানে সহযোগীতার জন্য সকলকে ধন্যাবাদ জ্ঞাপন করা হয়।

ইতিমধ্যেই পীরগঞ্জ উপজেলার ত্রান ও দুর্যোগ কার্যালয়ের সহযোগিতায় বড়
করিমপুরের রাধাগোবিন্দ মন্দির প্রাজ্ঞনে খিচুরী রান্না করে ক্ষতিগ্রস্থ
পরিবারের লোকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।