গণস্বাস্থ্য কেন্দ্রকে ব্যাংক এশিয়ার অনুদান

আপডেট: অক্টোবর ১২, ২০২১
0

আজ মঙ্গলবার ( ১২ অক্টোবর) বেলা ২ টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্যাংক এশিয়া লিমিটেড গণস্বাস্থ্য কেন্দ্রকে দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় গনস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে চেক গ্রহন করেন গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর ব্যাংক এশিয়া লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চিপ ক্রেডিট অফিসার সাইফুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ ধানমন্ডি মো: আশরাফ হোসেন, এক্সিকিউটিভ অফিসার ফয়সল ইসলাম ব্যাংক এশিয়া লিমিটেড, গণস্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা: মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গ্রুপ ফাইনান্স ডিরেক্টর মীর আব্দুল নকীব।

ব্যাংক এশিয়া লিমিটেড তাঁদের “কর্পোরেট সোশাল রেসপন্সপেলেটি ফান্ড” থেকে এ অনুদান প্রদান করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ব্যাংক এশিয়া লিমিটেডকে
দেশের করোনাকালীন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্রের দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসে কর্তব্য পালন করেছেন সেজন্য তাঁদেরকে কৃতজ্ঞতা জানান।
পাশাপাশি দেশের অন্যান্য ব্যাংক, বীমা ও ধনাঢ্য ব্যক্তিদের মানবতার “কর্পোরেট সোশাল রেসপন্সপেলেটি ফান্ড” চিকিৎসা সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। চিকিৎসা ও মানবতার সেবায় সকল দান আয়কর মুক্ত “।