গতিশূন্যতা

আপডেট: জুলাই ৪, ২০২১
0

এস এম হৃদয় রহমান

সবগতি সব সময় থাকে না গতিপূর্ণ,
মাঝে মাঝে কিছু গতি থাকে শূন্য।

প্রথম ভোরের গতি তবে ভোরশূন্য,
ভোরের পর ভোর যায় চিন্তাশূন্য।

তোমার চিন্তায় আমার চিন্তা,
একরাশ মিলিত দুঃশ্চিন্তা।

ভাবছ কি?

আমিও ভাবছি,

চিন্তাশূন্য কথা ভাবছি;

যে চিন্তার মহাচিন্তা গতিশূন্যতা।

চূর্ণ বিচূর্ণ পৃথিবীর আচ্ছাদিত একশূন্যতা,

চিন্তার মহাশূন্যতা।

বক্রতার মহামারি চূর্ণ বিচূর্ণ রূপে,

মনুষ্যের পরাজিত চিন্তারূপে।

চিন্তার মহাশূন্যতার বহুরূপে।

তারিখ- ৪ জুলাই ২০২১ ইংরেজী।