রোটারী ইন্টারন্যাশনাল ৪২ কোটি টাকা ব্যয়ে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে কমফোর্ট জোন স্থাপন করবে

আপডেট: জুন ৩০, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক:
রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ বাংলাদেশ এর গভর্নর ব্যরিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রোটারীর ২০২১-২২ সেশনের বার্ষিক কর্মসূচী ঘোষনা করেছেন।

অনুষ্ঠানে রোটারীর সাবেক গভর্নর শওকত হোসেন, গভর্নর (নির্বাচিত) এমএ ওয়াহাব, গভর্নর (নমিনি) নুরুল কবির, রোটারী পিআর কমিটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, জেলা সেক্রেটারী টিপু খান, লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটান রোটারী প্রেসিডেন্ট হোসনে আরা পলি প্রমুখ বক্তব্য রাখেন।

গভর্নর ফারুকী বলেন, করোনাসহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় রোটারী আরো ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করবে। তিনি বলেন, রোটারী এপর্যন্ত বিশ^ব্যাপী ১৮ হাজার কোটি টাকার সমপরিমান অর্থ শুধু পোলিও নির্মূলে ব্যয় করেছে।

এছাড়া দেশের ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২ কোটি টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য কমফোর্ট জোন স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, জলবায়ুখাত এবং দেশব্যাপী দশ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করবে।