গাইবান্ধায় সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট: জুন ৩, ২০২৩
0

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান জাদুঘর সহযোগিতায় গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং এক বিজ্ঞান মেলা শনিবার স্থানীয় সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।

বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা বেগম, আহমেদউদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজহারউল মান্নান, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, আব্দুল্লাহ আল রাহাত প্রমুখ।

মেলায় গাইবান্ধা জেলা সাত উপজেলার ৪৭টি মাধ্যামিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫টি বিজ্ঞান ক্লাবের স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে নতুন নতুন উদ্ভাবনী জ্ঞান অর্জন করে।