গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ১১টি গুদাম

আপডেট: জুন ২৭, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে রবিবার ঝুটের ১১টি গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মালামালসহ ঝুটের ওই ১১টি গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, রবিবার সকাল সাতটার দিকে গাজীপুর সিটি কপোর্রেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিদ্যুতের একটি তার ছিঁড়ে আরিফের ঝুটের গুদামের উপর পড়ে। এতে ওই গুদামে আগুন ধরে যায়।

মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী মিজান শেখ, গিয়াস উদ্দিন, করিম, শাহ আলম ও এনামুলের গুদামসহ ঝুটের আরো ১০টি গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ষ্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ড্যাম্পিং করছিলেন তারা। আগুনে মালামালসহ ঝুটের ওই ১১টি গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।