গাজীপুরে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগেঃ দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে যাকাত ও ওশরের ভ্মিকা শীর্ষক সেমিনার

আপডেট: এপ্রিল ২৪, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ “দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে যাকাত ও ওশরের ভ্থমিকা” শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার গাজীপুর জেলা ওলামা মাশায়েখ পরিষদের শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ ড.মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী প্রচার সমিতি ও তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী।গাজীপুর জেলা ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ শেফাউল হকের পরিচালনায় সেমিনারে আলোচনা রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধকার প্রফেসর ড. আহসান উল্লাহ ফয়সাল,বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেলড. খলিলুর রহমান মাদানী,গাজীপুরের বড়গাও বায়তুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ এসএম সানাউল্লাহ, গাজীপুর জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ শামসুল আলম প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন
যিনি সমগ্র প্রাণীকুল সৃষ্টি করেছেন তিনি তাদের রিজিকেরও ব্যবস্থা করেছেন। ইসলাম বিশ্ববাসীর অর্থনৈতিক মুক্তির জন্য একটি ভারসাম্যপূর্ণ আর্থিক ব্যবস্থাপনা উপহার দিয়েছে, যার মূল ভিত্তিক হলো যাকাত ও উশর।
যাকাত ও উশরভিত্তিক ইসলামী অর্থব্যবস্থা চালুর মাধ্যমেই কেবল মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব।
###
মোঃ রেজাউল বারী বাবুল