গাজীপুরে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৪৭ জন

আপডেট: জুন ১০, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এনিয়ে জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত ২২০জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরো ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গাজীপুরে করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেওয়ায় গত ২৪ ঘন্টায় ২৪৬ জনের নমূনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগের ২৪ ঘন্টায় জেলায় দুইজনের মৃত্যু ও ৩৬১ জনের নমূনা পরীক্ষা করে ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

তিনি জানান, গাজীপুর জেলার ৫টি উপজেলায় এ পর্যন্ত ৮৪ হাজার ৬৬৫ জনের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১১ হাজার ৫০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় এ পর্যন্ত ৭ হাজার ৫৪৩জন। এ ছাড়াও এ পর্যন্ত জেলার শ্রীপুর উপজেলায় ১ হাজার ২১৮ জন, কালিয়াকৈর উপজেলায় ১ হাজার ১৭৬জন, কালীগঞ্জ উপজেলায় ৮৪৬ জন ও কাপাসিয়া উপজেলায় ৭২২ জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট সুস্থ্য হয়েছেন ১০ হাজার ২৯১ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২২০ জন।

তিনি আরো জানান, গাজীপুরে এ পর্যন্ত মোট দুই লাখ ৩১ হাজার ৯২৬ জন করোনার টিকা নিয়েছেন। বৃহষ্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টায় ৪৪ জনকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এনিয়ে গাজীপুরে মোট দুই লাখ ৩১ হাজার ৯২৬ জন করোনার টিকা নিয়েছেন।

###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।