গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪ জন

আপডেট: জুলাই ৯, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫জন মারা গেছেন এবং ২৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গাজীপুরে ২৪ ঘন্টায় এ পর্যন্ত এটাই সর্বোচ্চ রেকর্ড। শুক্রবার গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। জেলায় গত এক সপ্তাহে করোনায় ২০ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭ জন। করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেওয়ায় জেলায় গত ২৪ ঘন্টায় ৫০৮জনের নমূনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার শতকরা ৪৬.০৬। এর আগের ২৪ ঘন্টায় জেলায় তিন জনের মৃত্যু ও ৪৪৯ জনের নমূনা পরীক্ষা করে ২শ’ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ক্ষেত্রে আক্রান্তের হার শতকরা ৪৪.৫৩।

তিনি জানান, গাজীপুর জেলার ৫টি উপজেলায় এ পর্যন্ত ৯৪ হাজার ৯৫ জনের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৭৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮৫২জন। এ ছাড়াও এ পর্যন্ত জেলার শ্রীপুর উপজেলায় ১ হাজার ৫৮৫ জন, কালিয়াকৈর উপজেলায় ১ হাজার ৫১৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৯৩৬ জন ও কাপাসিয়া উপজেলায় ৯০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৫৪৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৬৪ জন।