গাজীপুরে কৃষিজমি ভরাট করায় ঠিকাদারকে অর্থদন্ড

আপডেট: জুলাই ২৮, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ভরাট করার অপরাধে এক কোম্পানীর ঠিকাদারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (৪২) কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে এবং গ্রেটওয়াল নামের একটি কোম্পানীর ঠিকাদার।

ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার বলেন, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কৃষি জমি অবৈধভাবে ভরাট করছিল গ্রেটওয়াল নামের একটি কোম্পানি। এ গোপন খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালিত হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই কোম্পানির ঠিকাদার নাজমুল হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও মামলা দায়ের করা হয়।