গাজীপুরে ট্রাক চাপায় নারী গার্মেন্টস কর্মী নিহত

আপডেট: জুন ১৬, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে ট্রাকচাপায় এক নারী গার্মেনটসকর্মী বুধবার নিহত ও ২জন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত গার্মেন্টসকর্মীরা সড়ক অবরোধ ও ঘাতক ট্রাকটি ভাংচুর করেছে।

নিহতের নাম- কোহিনুর আক্তার (৩২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী।

জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় তুসুকা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন কোহিনুর আক্তার। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে তিনি পাযয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। পথে কোনাবাড়ি-আমবাগ সড়কের আমবাগ ব্রিজের কাছে পৌঁছালে দু‘টি ট্রাক একসাথে ব্রীজে উঠে যায়। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে কয়েক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কোহিনুর আক্তার এবং অপর ২জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে অন্যান্য গার্মেন্টস কর্মীরা ওই ট্রাক ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৬/০৬/২০২১ ইং।