গাজীপুরে নিরাপত্তাকর্মীকে বেঁধে ২২০ বস্তা চাউল লুট

আপডেট: জানুয়ারি ২০, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুরে মার্কেটের নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ও মুখে স্কচ টেপ লাগিয়ে একটি দোকান থেকে ২২০ বস্তা চাউল লুট করেছে ডাকাতেরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়দেবপুর-পূবাইল সড়কের সদর থানাধীন বাঙ্গালগাছ বাজারে এ ঘটনা ঘটে। 

বাজারের নিরাপত্তাকর্মী মানোহর মিয়াসহ স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দুইটি পিকআপযোগে ৮/১০ জন লোক বাঙ্গালগাছ বাজারে হানা দেয়। তারা বাজারের নিরাপত্তাকর্মী মানোহর মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা নিরাপত্তাকর্মীকে মার্কেটের আড়ালে নিয়ে মারধোর করে এবং তার হাত-পা বেঁধে ও মুখে স্কচ টেপ লাগিয়ে ফেলে রাখে। এসময় ডাকাত দলের সদস্যরা মজিবুর রহমানের চাউলের দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে। তারা ওই দোকান থেকে ২২০ বস্তা চাউল দুইটি পিকআপে ভর্তি করে। এসময় বাজারের এক ব্যবসায়ী সিসি ক্যামেরার মাধ্যমে চাউল লুটের দৃশ্য দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করলে ডাকাতরা চাউল ভর্তি পিকআপ নিয়ে পালিয়ে যায়। 

ব্যবসায়ী মজিবুর রহমান জানান, ডাকাতরা দোকান থেকে ৫০কেজি ও ২৫ কেজি ওজনের ২২০ বস্তা চাউল নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করেন। এব্যাপারে দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।