গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালন

আপডেট: মার্চ ১৯, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস গতকাল শনিবার গাজীপুরে পালিত হয়েছে। দিবটি পালন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচীর আয়োজন করেছে।
দিবসটি পালনস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন পুস্তস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফি্যেল আয়োজন করে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষ্যে দিবসের শুরুতে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে ১৯ মার্চ শহীদদের স্মরণে নির্মিত অনুপ্রেরণা-১৯ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, জিএমপির উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ। এছাড়া বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেণ পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, জিএমপির উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ খায়েরুজ্জামান, সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, প্রফেসর এম. এ বারী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জনাব মুকুল কুমার মল্লিক প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা হয়েছিল। ১৯৭১ সালের অগ্নিঝড়া মার্চের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্ব প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। তখন এ প্রতিরোধের সূত্র ধরে শ্লোগান ওঠেছিল ‘জয়দেবপুরের পথ ধরো,।
###