গাজীপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বিকেলে প্রতিবাদ সমাবেশে করেছে গাজীপুর মহানগর বিএনপি। সমাবেশে বক্তৃতায় মহানগর

বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে বলেন, গাজীপুরের ইতিহাস গৌরবের; কলঙ্কের নয়। এমন কিছু করবেন না যাতে আমাদের জন্য কলঙ্ক বয়ে আনে। মৃত্যুর পর মানুষ আপনাদের কবর দেখে যেন কলঙ্কের ইতিহাস রচনাকারী হিসেবে ধিক্কার না দেয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা, মাজহারুল আলম বলেন, রক্তে লেখা বীর উত্তম খেতাব কলমের খেঁাচায় মূছে ফেলা যাবে না। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, কাগজের খেঁাচায় দেশ স্বাধীন হয়নি। জিয়াউর রহমান মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই জিয়াউর রহমান।
মহানগর বিএনপির সহ-সভাপতি আহমেদ আলী রুশদীর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন

প্রফেসর নজরুল ইসলাম, জিএস আনোয়ারুল ইসলাম, আ ক ম মোফাজ্জল হোসেন, শওকত হোসেন সরকার, বসির আহমেদ বাচ্চু, জিএস নাসিমুল ইসলাম মনির, হুমায়ুন কবীর রাজু, সরকার জাভেদ আহমেদ সুমন, শাহাদাত হোসেন শাহিন, সাইফুল ইসলাম টুটুল, সাবেক কাউন্সিলর সবদের হাসান, আব্দুর রহিম, আজিজুল হক রাজু মাস্টার, মইজ উদ্দিন তালুকদার, জিল্লুর রহমান মাসুম, হাজী শেখ লিটন, শরীফুল ইসলাম শাহিন প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।