গাজীপুরে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না -আজাদ

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২
0

গাজীপুর সংবাদদাতাঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। গতকাল রবিবার বিকালে গাজীপুর মহানগর এবং সকালে গাজীপুর জেলা বিএনপি রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এক কর্মসূচি করেছে। মহানগর বিএনপি’র প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ আজাদ বলেছেন, যত হামলা-মামলা দাও, গুলিবর্ষণ করো, রক্ত ঝরাও, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল বলেছেন, অতীতে একাধিকবার ভোট চুরির কারণে আওয়ামী লীগ ভোটারদের কাছে যেতে সাহস পাচ্ছে না। মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শওকত হোসেন সরকার ও আব্দুস সালাম শামীমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা এড. সিদ্দিকুর রহমান, ড. এড. শহিদুজ্জামান, আহম্মেদ আলী রুশদী, এড. মেহেদী হাসান এলিস, সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মাহবুব আলম শুক্কুর, সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, জাভেদ সুমন, আব্দুর রহিম কালা, এড. তৌহিদুল ইসলাম রনি, খাদিজা আক্তার বীনা, তাইজুল ইসলাম বেপারী, নাজমুল খন্দকার সুমন, বাপ্পী দে, জাহাঙ্গীর হাজারী, ছাত্রদল নেতা মোনায়েম খন্দকার প্রমুখ।

এদিকে একইস্থানে সকালে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান বলেছেন, হাসিনার অধীনে নির্বাচন নয়। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই মিয়ানমার দুঃসাহস দেখাচ্ছে। ১৯৭৮ সালে শহীদ জিয়া ও পরবতর্ীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে মিয়ানমার যা কল্পনাও করতে পারতো না। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আজিজুর রহমান পেয়ারা, শাহজাহান ফকির, আবু তাহের মুছুল্লী, আবু বকর সিদ্দিক, মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, গাজীপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ। সমাবেশে বিএনপিসহ এর অঙ্গদল সমূহের বিপুল সংখ্যক নেতাকমর্ী অংশ নেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৮/০৯/২০২২