গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশঃ খেতাব কেউ দিতে পারে না, অর্জন করতে হয়– হাসান উদ্দিন সরকার

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, খেতাব কেউ দিতে পারে না, অর্জন করতে হয়।শহীদ জিয়াউর রহমান দেশকে ভালবেসে জীবন বাজি রেখে যুদ্ধ করে খেতাব অর্জন করেছিলেন। দেশপ্রেম আর যুদ্ধের পুরষ্কার হিসেবে তৎকালীন ক্ষমতাসীন আপনারাই তাকে খেতাব দিয়ে ছিলেন।

এখন বলছেন আমনাদের কাছে অনেক প্রমান আছে। আমার কাছেও প্রমান আছে, আপনারা যুদ্ধ না করেই মহানায়ক হয়েছেন। তাই মিথ্যার রাজনীতি দিয়ে আগামী প্রজন্মের সাথে প্রতারণা করবেন না। আসুন মিথ্যাকে বর্জন করে সত্যের লালন করি, সত্যকে বুকে ধারণ করি।তানা হলে চারি দিকে যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজের চোটে কোথায় বিলীন হয়ে যাবেন ইতিহাসই তা প্রমান করে দিবে।

তিনি বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর জেলা আহŸায়ক কমিটির অন্যতম সদস্য শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সদর থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, ভিপি আশরাফ হোসেন টুলু, শাখাওয়াৎ হোসেন সবুজ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, প্রভাষক বসির উদ্দিন, সাইফুল ইসলাম টুটুল, জিএস আনোয়ারুল ইসলাম, খলিলুর রহমান, মনিরুল ইসলাম মনির, শাহাদাত হোসেন শাহিন, ইয়াসিন মোল্লা প্রমুখ।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সহসভাপতি প্রফেসর নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, আ ক ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, বাসন থানা বিএনপির সভাপতি বসির আহমেদ বাচ্চু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রাজু, সরকার জাভেদ আহমেদ সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মুছুল্লী, নাহিন আহমেদ মমতাজী, জয়নাল আবেদীন রিজভী, আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, আক্তারুল আলম মাস্টার, এস এম আবুল কালাম আজাদ, হাসিবুর রহমান মুন্না, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, আজিজুল হক রাজু মাস্টার প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৭/০২/২০২১ ইং