গাজীপুরে মাছের খামারে বিষ প্রয়োগ

আপডেট: অক্টোবর ২২, ২০২১
0

গাজীপুর প্রতিনিধি;
গাজীপুরে একটি মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে,সদর উপজেলার কেশরিতা এলাকায় একটি মাছের খামারে গত রাতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি সাধন করেন।যার আর্থিক ক্ষতির পরিমান আনুমানিক পাঁচ লক্ষ টাকা হবে বলে মৎস খামারী দাবী করেন ।উক্ত খামারীরর মালিক গিয়াস উদ্দিন প্রতিদিনের মত আজ সকালে মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান ভাল জাতের বড় সাইজের ব্যাপক মাছ মরে ফুলে পানির উপর ভেসে উঠছে এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন,তার ডাক চিৎকারে এলাকাবাসী এসেও এ দৃশ্য দেখতে পায়।পরে এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উক্ত মৎস খামারের মালিক বাদী হয়ে প্রতিবেশী ওহাব মিয়াকে সন্দেহ করে জয়দেবপুর থানা ও সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন ।স্থানীয় একটি নির্ভর যোগ্য সূত্রে জানাযায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে ওহাব মিয়া ও গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল তাই পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগের মত ঘটনাটি ঘটে থাকতে পারে।
###
গাজীপুর
তাং ২১-১০-২১ইং