গাজীপুরে শিক্ষার্থীদের ‘শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৫, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শিক্ষার্থীদের জন্য ‘শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের গাজীপুর সরকারি মহিলা কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম।

অনুষ্ঠাণে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এবিএম ইসমাইল হোসেন খান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জাকিয়া সুলতানা, নাগরিক প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিকসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানে শব্দ দূষণ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে শব্দ দূষণের কারণ, প্রতিকার এব শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।